চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন চার্চ রোড এলাকা থেকে হিজবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশের সাবকাত আহমেদ (২১) নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সাবকাতের কাছ থেকে হিজবুত তাহরীরের বিভিন্ন উসকানিমূলক পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়।
আজ সোমবার তাকে গ্রেফতার করা হয় বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. আফতাব হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবকাত আহমেদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন উসকানিমূলক পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে। সাবকাতের সঙ্গে থাকা আরও ৫-৬ জন জঙ্গি সদস্য পালিয়ে যায়। তাছাড়া হিজবুত তাহরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আমির সাবকাত কাউসার আহমেদ চৌধুরীর ছেলে। তবে পালিয়ে যাওয়া জঙ্গি সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার