চট্টগ্রামে লরিচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মধ্যে একজন বরগুনার রাজু মিয়া (৪০) বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে নগরীর ইপিজেড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পু্লিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার জানান, লরিচাপায় গুরুতর আহত দুইজনকে ভোর ৬টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন