চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় ট্রাকচাপায় শাহিদা আক্তার (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা আক্তার স্থানীয় আবু তৈয়বের স্ত্রী। আবু তৈয়ব পটিয়ার শাহচান্দ আউলিয়া মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন বলেন, ‘সন্ধ্যায় হাঁটতে বের হলে একটি ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার