চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আয়োজনে অনুষ্ঠিত হবে ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও অমর একুশে বইমেলা ২০১৯। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর এম এ আজিজ জিমনেশিয়াম চত্বরে চলবে এই বইমেলা।
আজ বিকালে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন মেলার স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন একুশে বই মেলার আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, স্টল ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক আবু সাইয়েদ সর্দার, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ আলম নিপু, একুশে বইমেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক ইসমাইল কুতুবী প্রমুখ। মেলার ব্যবস্থাপনায় থাকবে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ ও চট্টগ্রাম সাহিত্য সাংস্কৃতিক সংগঠক, সংবাদপত্র সম্পাদক, লেখক সাংবাদিক মুক্তিযোদ্ধা ও গবেষকগণ।
এ সময় মেয়র বলেন, ‘গতানুগতিকতার বাইরে গিয়ে ঢাকা বাংলা একাডেমির আদলে লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের পরামর্শ ও সম্পৃক্ততায় মেলার আয়োজন করা হবে। এবারের বইমেলাকে অন্যান্য বারের তুলনায় সফল ও স্বার্থক করে তোলার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা চাই দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হিসেবে চট্টগ্রামের এই বইমেলাও যাতে সর্ব মহলে সমাদৃত হয়। এতে করে নতুন প্রজন্ম বই কেনা ও পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার