চট্টগ্রামে মাইক্রোবাস উল্টে মোহাম্মদ হাসান নামে এক যুবক নিহত এবং আরো ছয় জন আহত হয়েছেন।
আহতরা হলেন- শাহিদা খানম, হাসিনা বেগম, মো. ফয়সাল, জিনিয়া সুলতানা, মো. মোজাম্মেল হক ও আবুল কাশেম। তারা সবাই মীরসরাই থানার বড়তাকিয়া এলাকার বাসিন্দা।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল সুত্রে জানা যায়, ছোট কুমিরা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে আরেকটি মাইক্রোবাস পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি উল্টে সাতজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হাসানকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন