চট্টগ্রামে ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার অর্থ আত্মসাতের দায়ে পূবালী ব্যাংক চকবাজার শাখার ৩ জন কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তারা হলেন- ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) ও অফিসার (কম্পিউটার) চন্দন দে (৩৩)।
আজ সোমবার দুপুরে নগরীর চকবাজার থানা পুলিশের সাথে তুলে দেন পূবালী ব্যাংকের উপ মহা-ব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের দায়ে উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ওই তিন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বাকি ৪ জন গ্রাহক পলাতক আছেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার