চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিঅ্যান্ডবি এলাকায় আজগর আলী বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকার বশির টেন্ডলের বাড়ির নুরুল আলমের ছেলে মো. আইমান (১৮) ও একই এলাকার সেকান্দর মিয়ার ছেলে মো. সাজ্জাদ (২৪)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতদেও মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হাসপাতালে আনা হয়। তাদেরকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, দগ্ধ দুজন ওই বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন। কাজ করার সময় লাইন থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। সেই আগুনে তারা দগ্ধ হয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল