চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো.সগীর (৪২) ও মো.জোনায়েদ (১২)।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো.জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন