জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, জাকের পার্টি আদর্শের সংগ্রাম করছে। ক্ষমতায় যাওয়ার সংগ্রাম নয়। সামাজিক ও আধ্যাত্মিক বিপ্লব ঘটাতে হবে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে। জনগণকে গড়ে তুলতে হবে।
চট্রগ্রামে কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্রগ্রাম মহানগর ও জেলা জাকের পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন। হাজারো নেতাকর্মীর প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এ সভায় মহানগর ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাকের পার্টি চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, কিশোর, তরুণদের প্রযুক্তির অপব্যাবহারে বিভ্রান্ত করা হচ্ছে। বিপথগামী করা হচ্ছে। কিশোর গ্যাং হচ্ছে। দেশ বিপন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। আমরা এ পরিস্থিতির পরিবর্তন চাই।
মোস্তফা আমীর ফয়সল আরও বলেন, অর্থ আর প্রাচুর্য দিয়ে কি হবে, যদি জীবনই না বাঁচে। মানুষ যদি অসভ্য হয়ে যায়, তাহলে আইন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কতটুকু কি করা যাবে? আমাদের মাঝে মায়া-মমতা ভালোবাসা নেই। মানবরূপী দানবে পরিণত হচ্ছে মানুষ। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক