চট্টগ্রাম নগর অবকাঠামোগত উন্নয়নে একনেক সভায় যে সকল প্রকল্প অনুমোদিত হয়েছে, সেগুলো যথাসময়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার বিকালে চসিকের কনফারেন্স হলে আয়োজিত প্রকৌশল বিভাগের মাসিক সমন্বয় সভায় মেয়র এসব কথা বলেন।
চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, চসিক অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, আনোয়ার হোছাইন, কামরুল ইসলাম, মনিরুল হুদা, ঝুলন কুমার দাশ, সুদিপ বসাক, নিবার্হী প্রকৌশলী আবু ছিদ্দিক, আবু সাদাত মো. তৈয়ব, অসীম বড়–য়া, বিপ্লব দাশ, মোহাম্মদ জসীম উদ্দিন, ফরহাদুল আলম, শাহীনুল ইসলাম, জয়সেন বড়ুয়া, ফজলুল কাদের প্রমুখ।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘নগরীতে চলমান সড়ক উন্নয়ন কাজ ও অন্যান্য প্রকল্প বাস্তবায়নে সময়ক্ষেপণ কোনোভাবে কাম্য নয়। কোনো অজুহাত না দেখিয়ে কাজের গুণগত মান অক্ষুন্ন রেখে আন্তরিকতার সঙ্গে কাজ সম্পাদন করতে হবে। এই কাজে কোনো ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে তাঁকে অবহিত করতে হবে। আর যে সমস্ত প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে আর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সে সব কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার