নাশকতার পরিকল্পনার অভিযোগে বাকলিয়া থানা জামায়াতের আমীর আবুল মনসুর (৫৭) ও সদস্য শেখ নছরুল্লাহ আহমেদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় বিপুল জিহাদি বই ও ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল হকের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পু্লশি। এর আগে, বছর দুই আগে বাকলিয়া থানা জামায়াতের আমীর আবুল মনসুরকে পুলিশ দুইবার গ্রেফতার করে হয় এবং তার কলেজ পড়ুয়া মেয়েকেও জামায়াতের লিফলেট বিতরণকালে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, যুদ্ধাপরাধের অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল হকের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন জামায়াত নেতা আবুল মনসুর ও তার সহযোগীরা। সুনির্দিষ্ট ওই অভিযোগের ভিত্তিতে তার সহযোগী শেখ নছরুল্লাহ আহমেদসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল জিহাদি বই ও ককটেল উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর শনিবারই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/শফিক