চট্টগ্রাম নগরের কয়েকটি জায়গায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযানে শীর্ষস্থানীয় 'জঙ্গি নেতা'সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ মুহাম্মদ আবদুর রউফের নেতৃত্বে গত শুক্রবার রাত ৯টা থেকে এ অভিযান শুরু হয় বলে জানা গেছে।
অভিযানে কোতোয়ালী থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় নেতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
হিযবুত তাহরীরের সদস্যদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এডিসি শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, জঙ্গিবিরোধী অভিযানে হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় নেতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এখনও অভিযান চলছে। বিস্তারিত অভিযান শেষে জানানো হবে।
এদিকে, এই অভিযানের বিষয়ে বিস্তারিত আজ শনিবার সকাল সাড়ে ১০টায় দামপাড়া পু্লিশ লাইন্সে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে সিএমপি সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা