পারিবারিক কলহের জের ধরেই চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় রোকসানা আক্তার (২৯) নামে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে। বন্দরটিলা এলাকার ব্যাংক কলোনীর একটি বাসা থেকে এই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ রোকসানা বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।
এ ঘটনার পর থেকেই রোকসানার স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছে। নিহতের বোন বাদি হয়ে মামলা দায়ের করেন। গত রবিবার গভীর রাতে উক্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. ওসমান গণি।
তিনি বলেন, রোকসানা ও দেলোয়ার সিইপিজেডে পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। বন্দরটিলায় ব্যাংক কলোনির একটি ভাড়া বাসায়। দুই মাস আগে তারা চাকরি ছেড়ে বরিশাল চলে যান। পোশাক কারখানা থেকে বকেয়া পাওনা নিতে শুক্রবার (২২ নভেম্বর) তারা চট্টগ্রামে আসেন। তিনি বলেন, রোকসানা ও দেলোয়ারের মধ্যে পারিবারিক কলহ ছিল বলে জানতে পেরেছি। রোকসানা তার স্বামীর বিরুদ্ধে মামলাও করেছিলেন। পরে তা আপোষের পর আবারও সংসার শুরু করেন তারা। রবিবার পোশাক কারখানা থেকে বকেয়া পাওনা নিয়ে বাসায় আসার পর এ হত্যাকাণ্ডের ঘটে। তবে এ ঘটনায় নিহত রোকসানার বোন লাকি আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেছেন। তাছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন