বিতর্কিত-অগণতান্ত্রিক চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির কমিটি বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চট্টগ্রামের নেতারা। জাতীয় পার্টির অন্যতম অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে জেলা সম্মেলন সমাপ্ত করার দাবিও করেন। তাছাড়া চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির সম্মেলন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ মিয়া।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাজনীতির মাঠে ব্যর্থ রাজনীতির পৃষ্ঠপোষকতা দৃশ্যপটে অনুপস্থিত চরিত্রের হঠাৎ উপস্থিতি। নেতাকর্মী সাংগঠনিক কর্মকাণ্ড আর সংগঠনের পরিধিতে যাদের বিচরণ, তাদের পরিবর্তে চট্টগ্রাম নগর জাতীয় পার্টির কথিত গরু কমিটির অবাঙ্গালি সভাপতি নামধারী ভূমি দস্যুখ্যাত সোলায়মান শেঠ জাতীয় পার্টির চেয়ারম্যানকে ভুল তথ্য দেয়া হয়েছিল। তারা বলেন, চট্টগ্রাম নগর জাতীয় যুব সংহতির ৩০ নভেম্বরের অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিত করে গত ২৫ নভেম্বর জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে পাশ কাটিয়ে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা বলে একটি প্যারালাল কমিটি অনুমোদন করিয়ে নেন। কথিত কমিটির আহ্বায়ক/সদস্য সচিব দু’জনই সোলায়মানের নিজস্ব অফিস ও বাসার বেতনধারী কর্মচারী। এ সংবাদ সম্মেলনে দাবি আদায়ের লক্ষ্যে ৫টি দাবিও দেয়া হয়েছে।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মো. ওসমান খান, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলকরণী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. সাইফুল্লাহ সাইফু, সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম আবুল বশর সুজন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, জাতীয় সাংস্কৃতিক পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, চট্টগ্রাম নগর জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, নগর মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টির সদস্য সচিব জামাল উদ্দিন কান্টু, নগর সাংস্কৃতিক পার্টির সাংগঠনিক সম্পাদক হাজী আলী আকবর, নগর যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন তুষার, নগর শ্রমিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিন্টু, যুবনেতা মো. সেলিম, সালেহ্ আহমদ ভূঁইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার