চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, ‘হালদা নদী দেশের জাতীয় সম্পদ। এটি রক্ষায় অবশ্যই কার্যকর সব পদক্ষেপ নিতে হবে। সামনে করব, আগামীতে করা হবে, আমরা উদ্যোগ নেব, পরিকল্পনা গ্রহণ করা হবে- এ জাতীয় কোনো কথা আমরা শুনতে চাই না। আমরা চাই জরুরি এবং কার্যকর পদক্ষেপ।’
বুধবার দুপুরে বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে ‘মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয় সাধনের’ লক্ষ্যে গঠিত কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ‘হালদা নদীর অনন্য বৈশিষ্ট্য রক্ষা, কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্রের প্রতিবেশ ব্যবস্থা সুরক্ষা, পানির প্রবাহ রক্ষা ও পানি দূষণ রোধ তথা নদীর পরিবেশ সংরক্ষণে মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয় সাধনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ এ কমিটি গঠন করে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) হাবিবুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসাইন, সিটি কর্পোর্রেশনের সচিব মুফিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিচার্স ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন, সিডিএ’র নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ্ প্রমুখ।
বিভাগীয় কমিশনার বলেন, ‘হালদা নদী নিয়ে আমাদের নিঃস্বার্থ মনোভাব নিয়ে কাজ করতে হবে। কিন্তু সব কাজ করতে হবে দ্রুত, পরিকল্পিত এবং কার্যকর। হালদা নদীতে আগামীতে বর্জ্য পড়া ও জাল ফেলা বন্ধ করব, ড্রেজার জব্দ করব- এ জাতীয় কোনো কথা আমরা শুনতে চাই না। আর রাবার ড্যাম এর বিকল্প কি আছে তাও ভাবতে হবে। প্রযুক্তি উৎকর্ষের এই সময়ে আমরা চাই, আধুনিক ও উন্নত মাধ্যম হোক রাবার ড্যাব এর বিকল্প।’
বিডি প্রতিদিন/এ মজুমদার