কক্সবাজার থেকে অপহৃত হওয়ার ৯ দিন পর চট্টগ্রাম থেকে এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া ওই শিশুর নাম সংগ্রাম মজুমদার (২)। এ সময় অপহরণ চক্রের হোতা মায়েশা বেগম ও সালেহ আহমদকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে এ শিশুকে উদ্ধার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক মাহমুদুল হাসান মামুন বলেন, গত ২০ নভেম্বর কক্সবাজার থেকে শিশু সংগ্রামকে অপহরণ করে বাসার গৃহপরিচারিকা মায়েশা। এরপর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের অভিযোগ পেয়ে তদন্ত নামে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও এলাকার ইসমাইল কলোনী থেকে ওই শিশুকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল