জলদস্যুদের অস্ত্র সরবরাহকারী আলী আকবর (৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
গ্রেফতার আলী আকবর বাঁশখালী থেকে অস্ত্র সংগ্রহ করে নোয়াখালীতে নিয়ে যাওয়ার সময় চারটি ওয়ানশুটার গান ও ২৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার হন।
মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিকলবাহা শাহজালাল মেট্রেসের সামনে থেকে আলী আকবরকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে চারটি ওয়ানশুটার গান ও ২৩ রাউন্ড গুলি পাওয়া যায়। আলী আকবর নোয়াখালী জেলার হাতিয়া বয়ারচর এলাকার নুর আহমদের ছেলে।
আলী আকবর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, হাতিয়া এলাকার জলদস্যুদের কাছে তিনি নিয়মিত অস্ত্র বিক্রি করেন। এসব অস্ত্রও জলদস্যুদের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম