চট্টগ্রাম নগরীতে রোজি আকতার (২৪) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় ঐ নারীর হাত বাঁধা, গলায় রশি পেঁচানো এবং মাথায় আঘাতের চিহ্নও দেখেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী রেজাউল করিম পলাতক রয়েছেন।
সোমবার ভোরে খুলশী থানাধীন ঝাউতলা এলাকার ডিজেল কলোনির একটি ভাড়া বাসা থেকে এ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান খুলশী থানার ওসি প্রনব চৌধুরী।
তিনি বলেন, রোজী ও তার স্বামী রেজাউল করিম (২৮) বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মচারী। গত ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। স্থানীয় আবুল কাশেমের ভাড়া ঘরে তারা থাকতেন। পাশে বোনের বাসা থাকায় সেখানেই প্রায় সময় খাওয়া-দাওয়া হতো। গত রবিবার রাতেও ভাত খেয়ে নিজের বাসায় ঘুমাতে যান। পরের দিন সোমবার সকালেই বাসা থেকে রোজির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বামী করিমের বাড়ি সীতাকুণ্ড কুমিরা ইউনিয়নে, সে মছজিদ্দা গ্রামের আবুল মনসুরের ছেলে। তবে স্বামীকে পাওয়া গেলেই ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে বলেও জানান ওসি প্রনব।
বিডি-প্রতিদিন/শফিক/সাইদুল ইসলাম