পিয়াজের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ব্যতিক্রমী সমাবেশ করেছে নাগরিক উদ্যোগ। ‘পিয়াজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দাও’ শিরোনামের এ কর্মসূচি পালন করে ‘জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই’ শীর্ষক নাগরিক উদ্যোগ।
মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
সমাবেশে বক্তারা আরো বলেন, পিয়াজ নিয়ে যে তুঘলকি কাণ্ড করা হয়েছে, তা সন্ত্রাস। আর যারা এর ক্রীড়নক, তারা সন্ত্রাসী। দুষ্ট চরিত্রের এসব মানুষকে সামাজিকভাবে বয়কটের দাবি জানান তারা। আর সর্বস্তরের মানুষকে সাময়িক সময়ের জন্য পিয়াজ খাওয়া বন্ধ রাখারও আহ্বান জানানো হয় সমাবেশে।
মো. ইলিয়াছের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগ, সাবেক কাউন্সিলর মমতাজ খান, আওয়ামী লীগ নেতা চন্দন ধরসহ থানা ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পিয়াজ ছাড়া রান্নার নমুনা দেখানো ছাড়াও কুশপুত্তলিকা জ্বালিয়ে এবং ঘৃণা প্রকাশ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল