চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আতাউর রহমান।
শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, শনিবার সকাল ১০টায় লালদিঘী মাঠে শুরু হয় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন। পরে বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সভাপতি পদে এমএ সালাম পেয়েছেন ২২৩ ভোট এবং এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান পেয়েছেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।
বিডি-প্রতিদিন/মাহবুব/সাইদুল