চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বন্দর থানার ইসহাক ডিপু এলাকায় ও মধ্য হালিশহরে এ দুর্ঘটনা ঘটে।
ইসহাক ডিপু এলাকায় মোটরসাইকেল আরোহীকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে মো. রুবেল (২৭) ও মধ্য হালিশহরে টমটম গাড়ির ধাক্কায় পথচারী আয়েশা খাতুন (৬০) নিহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক