চট্টগ্রামে তর্কাতর্কির জের ধরে বন্ধুদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। নিহত ওই যুবকের নাম নুর আলম। শুক্রবার বিকেলে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুর আলম ওই এলাকার আবদুল হাদির ছেলে।
চান্দগাঁও থানার ওসি আবুল কালাম বলেন, শুক্রবার বিকেলে তর্কাতর্কির জের ধরে কয়েকজন বন্ধু ছুরিকাঘাত করে নুর আলমকে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি বলেন, এ ঘটনার সাথে ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা নুর আলমের বন্ধু বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তাদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল