চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আবর আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২৪৭ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম ইকবাল হোসেন। সোমবার রাতে আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম আসেন ইকবাল।
কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, সোমবার রাতে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে ইকবাল হোসেন চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার কাছ থেকে ২৪৭ কার্টন সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক