‘বাস্তুচ্যুত মানুষরা সরকারের চলমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মকাণ্ড ও সুযোগ সুবিধা সম্পর্কে অবগত নয়। সরকার স্থানীয় পর্যায়ে বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রায়ন, আবাসন এবং গুচ্ছগ্রাম কর্মসূচি পরিচালনা করছে। এ কর্মসূচির মাধ্যমে বাস্তুচ্যুত মানুষ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল পাবে। ফলে বাস্তচ্যুত মানুষের মধ্যে শহরমুখী হওয়ার প্রবণতা হ্রাস পাবে।’
আজ বুধবার বিকালে চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্রে প্রয়োজন স্থানীয় অবস্থার প্রতিফলন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
ইপসা ও কোস্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ হাসানী। ইপসার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইপসার রিসার্চ অ্যান্ড মনিটরিং অফিসার মোরশেদ হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিজিআরএফ এর কো-অর্ডিনেটর-পার্টনারশিপ অ্যান্ড অ্যাডভোকেসি সালেহীন সরফরাজ।
বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, বিআরডিবি চট্টগ্রামের উপ পরিচালক মোরশেদ আলম, মোট্রোপলিটন কৃষি অফিসার কামরুম মোয়াজ্জেমা, সমবায় দপ্তর চট্টগ্রামের সহকারী পরিদর্শক মো. রিদুয়ানুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম