চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হলেও আপিলে তা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে তার বাতিল হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
জিয়াউদ্দীন আহমেদ বাবলু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ১৫ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন বাবলুর প্রার্থিতা বাতিল করে আঞ্চলিক নির্বাচন অফিস।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জিয়াউদ্দীন আহমদ বাবলু এক ব্যক্তির ব্যাংক ঋণের জিম্মায় ছিলেন। নির্দিষ্ট সময়ে ওই ঋণ পরিশোধে ব্যর্থ হন ঋণগ্রহীতা। নির্বাচনী আইন অনুযায়ী কারো ব্যক্তিগত লোন নেয়ার ক্ষেত্রে জিম্মায় থাকলে এবং তিনি যদি কোনো নির্বাচনে অংশ নেন, তাহলে সে লোন মানোনয়নপত্র জমাদানের ৭ দিন আগে পরিশোধ করতে হবে। জিয়াউদ্দিন বাবলুর ক্ষেত্রে ঋণগ্রহীতা ওই ব্যক্তি লোন পরিশোধ করেছেন একদিন আগে, যা নির্বাচনী আইনের লঙ্ঘন। এ কারণে জিয়া উদ্দিন আহমদ বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে যাচাই-বাছাইয়ের দিন থেকে পরবর্তী ৩ দিনের মধ্যে এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে। ফলে তিনি আপিল করায় তা বিবেচনায় আনা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য ছিলেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল। গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। বাবলু ছাড়াও নির্বাচনী লড়াইয়ে আছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, বিএনপির মনোনীত প্রার্থী নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক, ও ন্যাপের বাপন দাশগুপ্ত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম