চট্টগ্রামে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে জামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সাইফুল, জইসান, তুষার, ঝুমুর, মো. সাইফুল এবং বাদশা মিয়া। আজ শুক্রবার পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন পিকআপ ভ্যান চালক। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কক্সবাজারগামী একটি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং ৬ জন আহত হন। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার