শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফায় ১ হাজার ১১২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সিগারেটের কার্টনগুলো উদ্ধার করে।
মধ্যপ্রাচ্য থেকে আসা বিভিন্ন ফ্লাইটের কয়েকজন যাত্রী এসব সিগারেট আনেন। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য প্রায় দুই হাজার টাকা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আবুধাবী থেকে রাত ৮টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪১৫ ফ্লাইটে আসা ফটিকছড়ির হাফিজ মোহাম্মদ হাসানের ব্যাগেজে পাওয়া যায় ১৭৪ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট। তার কাছ থেকে সিগারেট জব্দ করার পর অন্য যারা সিগারেট নিয়ে আসেন তারা ব্যাগেজ রেখেই দ্রুত সরে পড়েন।
রাত ৯টায় আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় ইজি লাইট ব্র্যান্ডের ১৩৬ কার্টন সিগারেট পাওয়া যায়। রাত ৯টা ৫০ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের আন্তর্জাতিক আগমন বেল্ট এলাকায় ৮০২ কার্টন সিগারেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত