ঘন কুয়াশার কারণে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন উঠানামা সাময়িক বন্ধ থাকায় শিডিউল পরিবর্তন হয়েছে। বিমানবন্দরের ট্রাফিক বিভাগ জানায়, কুয়াশা কিছুটা কমে এলে শনিবার সকাল ১০টার পর প্লেন উঠানামা স্বাভাবিক হয়। প্রথমে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করে। এর আগে সকালে শাহ আমানত বিমানবন্দরে কুয়াশার কারণে প্লেন চলাচল বন্ধ রাখা হয়। শিডিউল বিপর্যয়ের ফলে ভোগান্তির শিকার হন বিভিন্ন বিমানের যাত্রীরা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, ঘন কুয়াশায় বিমানবন্দর এলাকায় কোনো কিছু দেখা যাচ্ছিল না। ফলে প্লেন উঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। সকাল ১০টার পর প্লেন ওঠানামা স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, কুয়াশার কারণে প্রতিদিনই শিডিউলে সমস্যা হচ্ছে। সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার আগে বিমান বন্দরের কার্যক্রম চালু হচ্ছে না। এতে প্লেনের শিডিউলে কিছুটা সমস্যা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের