চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম. এ. হান্নান ও মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান কায়সারসহ ১৭৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও সম্মানির অর্থ দেওয়া হয়। তাছাড়া অনুষ্ঠানে ঘরের চাবি তুলে দেয়া হয় মুক্তিযোদ্ধা আবদুস সালামের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, ভারতের সহকারী হাই কমিশনার (ভারপ্রাপ্ত) শুভাশীষ সিনহা ও রাশিয়ার অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমদ, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংগঠক মহিউদ্দিন রাশেদ প্রমুখ। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নানের সন্তান এস এম মাহফুজ।
সিটি মেয়র বলেন, বীর মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা দিয়ে চসিক নিজেও গর্বিত। কারণ জাতির বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চসিকের দায়িত্ব ও দায়বদ্ধতা আছে। সেই দৃষ্টিকোণ থেকে মুক্তিযোদ্ধা সংবর্ধনার পরিসর ও পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই দায়িত্ব গ্রহণের প্রথম দুই বছর ১৫০ জন, পরের দুই বছর ১৭০ জন, এবং এ বছর ১৭৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে।
ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার শুভাশীষ সিনহা বলেন, ‘ভারত সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান করে। তাই মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ভারতীয় ভিসার প্রসেসিং সহজতরসহ ৫ বছর মেয়াদি ভিসা চালু ও প্রতি বছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে বিনা খরচে চিকিৎসা সেবা দেয়া হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার /রেজা মুজাম্মেল