চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী আসন্ন নির্বাচনকে সামনে রেখে কর্মতৎপরতা বাড়িয়ে দিয়েছেন। শনিবার সকাল থেকে তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডে ৭টি কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও তার সঙ্গে অংশ নেন।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিতই হয়েছে গণতন্ত্র সমুন্নত রাখতে। আওয়ামী লীগের হাল ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের স্বৈরতান্ত্রিক নিপীড়ন থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। তাই বাংলা ও বাঙালির মুক্তি এসেছে বঙ্গবন্ধুর হাত ধরেই।
তিনি বলেন, আসন্ন চসিক নির্বাচনে গণতান্ত্রিক নিয়মেই ইভিএম পদ্ধতিতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চট্টগ্রাম নগরীর জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলেও মানুষ যেন তার ইচ্ছার প্রতিফল ঘটাতে পারেন সেদিকে নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রাখবেন।
এর আগে তিনি বেলা ৩ টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে নগর যুবলীগের আয়োজনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চসিক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় যোগ দেন।
এছাড়া বিকাল ৪টায় নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকার নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে, বাদে মাগরিব মুহুরি বাড়িতে বাকলিয়া ওয়ার্ডে মতবিনিময়, সন্ধ্যা ৭টায় পূর্ব ষোলশহর ওয়ার্ডের সেন্টার কমিটির মতবিনিময় সভায় যোগ দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর