চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লড়িতে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৩০/৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লড়িতে ঢুকে গেলে ঘটনাস্থলে দুই যুবক নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন