‘মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন অব বাংলাদেশ’ অ্যাওয়ার্ড পেলেন নাজমুন নাহার। সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রীর উদ্যোগে গত ১ জানুয়ারি ২০২১ চট্টগ্রাম বাসীর পক্ষ থেকে ‘পতাকা কন্যা’ খ্যাত এ পরিব্রাজককে এই পদক দেওয়া হয়।
সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার। বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে পৃথিবীর পথে পথে পৌঁছে দেওয়ার এক ভিন্ন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। প্রথম পতাকাবাহী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার ইতিমধ্যে বিশ্বের ১৪৪ দেশে বাংলাদেশের পতাকাকে পৌঁছে দিয়েছেন।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারি হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নাজমুনকে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। এছাড়াও কবি সাংবাদিক এজাজ ইউসুফী, লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি সাবেক কাউন্সিলর মো. এমএ কাশেম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী প্রয়াস।
সম্মাননা অনুষ্ঠানে নাজমুন নাহারের জীবনীর উপর ৩টি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে নাজমুন নাহার তার ১৪৪টি দেশ ভ্রমণের নানান কথা অতিথিদের গল্পের ছলে শোনান।
বিশ্বের সর্বাধিক দেশ ভ্রমণের জন্য তিনি যুক্তরাষ্ট্রে পেয়েছেন পিচ টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড, আর্থ কুইন এওয়ার্ড, জাম্বিয়া সরকারের গভর্নরের কাছ থেকে পেয়েছেন ফ্ল্যাগ গার্ল উপাধি, অনন্যা শীর্ষ দশ অ্যাওয়ার্ড, জনটা ইন্টারন্যাশনাল দিয়েছে গেম চেঞ্জার অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল অ্যাওয়ার্ডসহ অনেক উপাধি ও সম্মাননা পেয়েছেন নাজমুন নাহার।
নাজমুন নাহার উচ্চতর ডিগ্রি অর্জন করেন সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে এবং একজন গবেষক হিসেবে তিনি কাজ করেছেন। এছাড়াও তিনি দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটস ও এশিয়া বিষয়ে পড়াশোনা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর