সকল মতানৈক্য ভুলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বিজয়ী করতে দলীয় নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন। বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে নগরীর মহানগরের ১৫ থানা এবং ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের নেতাদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ’কে বিজয় করতে হবে। এ কাজ কঠিন হলেও সকল বাধাবিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হবে। এখন সময় শুধু সামনে এগিয়ে যাওয়ার। মামলা হামলা যাই হোক সাহসিকতার সাথে রাজপথে থাকতে হবে, জনগণকে নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে পারলে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির আন্দোলন তরান্বিত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, মনজুর আলম চৌধুরী মঞ্জু প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, চট্টগ্রামসহ সারাদেশের মানুষ ২৭ জানুয়ারীর নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে জাল জালিয়াতে আশ্রয় নিলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার