চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে শুক্রবার থেকে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীও আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন।
নগরীর ঐতিহ্যবাহী বহদ্দারহাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। এর পরেই তিনি নিজের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী, ২ নম্বর জালালাবা ও ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করবেন বলে জানা গেছে।
আনুষ্ঠানিক প্রচার শুরু নিয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, নিজেদের পারিবারিক মসজিদে জুমার নামাজ আদায় করে মা-বাবা ও মুরুব্বীদের কবর জিয়ারত করব। এরপর বহদ্দারহাট এলাকাতেই গণসংযোগ করব। ভোটারদের ঘরে ঘরে যাব, তাদের ভোট ও দোয়া প্রত্যাশা করব। আশা করছি আমরা নির্বাচনে সফল হবো।
এদিকে রেজাউল করিম চৌধুরীর প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ নগর আওয়ামী লীগ, যুবলীগের ও অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তবে এসময় নির্বাচনী আচরণবিধি মান্য করে গণসংযোগ এবং প্রত্যেক নেতাকর্মী যেন মাস্ক পরিধান করেন সেদিকে নজর দেওয়া হবে বলে জানান নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুল ইসলাম ফারুক।
বিডি প্রতিদিন/এমআই