চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রাসেল মিয়া এবং জাহিদ হাসান রাজিব।
বৃহস্পতিবার রাতে নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতু এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে তা না দাঁড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে থামানো হয় মাইক্রোবাসটিকে। এতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৭৬২ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন