চট্টগ্রাম নগরীর নানা কারণে আলোচিত কোতোয়ালী থানার ওসিসহ ৬ থানার ওসি বদলী করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার এ আদেশ দেয়া হয় বলে সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর কতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায় বদলী করা হয়েছে। ডবলমুরিং-এর ওসি সদীপ কুমার দাশকে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্যান্য ওসিদের মধ্যে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন কতোয়ালী থানায়, চকবাজার থানার ওসি রুহুল আমিন বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমানকে চকবাজার থানায় বদলী করা হয়েছে। এছাড়া ডিবি উত্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চাঁন্দগাও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক