চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের একটি পুকুর থেকে মো. জামাল হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জামাল পৌরসভার সুলতানপুর গ্রামের ছিটিয়াপাড়া এলাকার বাসিন্দা।
আজ শনিবার বেলা ১২টার দিকে উক্ত এলাকার পালিত পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল।
তিনি বলেন, জামাল নামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবার বলছে, গত শনিবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর