নেশা করতে বাধা দেয়ার জের করে পুত্রের হাতে খুন হয়েছেন পিতা। নিহত পিতার নাম বালাম দাশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুত্র নয়ন দাশকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা সেবক কলোনীতে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবক বালাম দাশ নেশা করে বাসায় ফিরে উশৃংখল আচরণ করলে পুত্র নয়ন বাধা দেয়। এ সময় দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নয়ন পিতাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে মারাত্বকভাবে আহত হন। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নয়নকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ