চট্টগ্রামে ডিভিশন অফ ইন্টারন্যাশনাল অ্যাফায়ার্স এন্ড রিসার্চ (ডিআইআরএস) এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এবং সিআইএমসিএইচ নার্সিং কলেজের যৌথ উদ্যোগে আগামী ৩০ ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যাফায়ার্স এন্ড রিসার্চ অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কলেজ সম্মেলন কক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে দেশি বিদেশী খ্যাতনামা ১৩ জন গবেষক স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক গবেষণা পত্র উপস্থাপন করবেন।
রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. পারভেজ ইকবাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গবেষণা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. আমির হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও গবেষণা বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ মুসলিম উদ্দিন সবুজ, সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. মো. টিপু সুলতান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেহরুন্নেসা খানম, বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক ডা. আসমা কবির সোমা, ডা. মো. আলী হোসাইন, ডা. মুসলিনা আকতার, ডা. শাহিকুল জাব্বার, মিসেস রুবি দত্ত, ডা. নাসরিন সুলতানা, ডা. শামীম আরা, ইঞ্জি. অহিদুল ইসলাম, ডা. আরিফুল ইসলাম, ডা. রাকিবুল মোস্তফা, ডা. জহির উদ্দিন ও রাকিবুল হাকিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন