চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ শাহজাহান। রবিবার রাতে নগরীর খুলশী থানাধীন এমইএস কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপি’র মুখপাত্র আরাফাতুল ইসলাম বলেন, রবিবার রাতে এমইএস কলেজ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম