চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নে সেপটিক ট্যাংক থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের কোন ধরণের পরিচয় পাওয়া না গেলেও তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ৪ নম্বর পশ্চিম ভুজপুর ইউনিয়নের হাজী শিকদার বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহাব উদ্দিন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভিতর অর্ধগলিত মরদেহ রয়েছে। সুরতহাল শেষ করে মরদেহ তোলার ব্যবস্থা করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন