চট্টগ্রামে ভূমিকম্পের সময় দুই তলা ভবন থেকে পড়ে গিয়ে দুই জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যজন পোশাক শ্রমিক। শুক্রবার ভোরে ভূমিকম্প চলাকালে চট্টগ্রাম নগরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৃথক ঘটনা দুটি ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, ভূমিকম্পের সময় আলাউল হলের দুই তলা থেকে লাফ দেয় হোসাইন আহমেদ নামে এক শিক্ষার্থী। আহত অবস্থায় তাকে মেডিকেল সেন্টারে নিয়ে আসা হলে চিকিৎসা সেবা দেওয়া হয়। আহত হোসাইন আহমদ চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ভূমিকম্পের সময় দ্বিতীয় তলা ভবন থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন আবদুল আলী নামে এক পোশাক শ্রমিক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিসন/এমআই