ভাড়া নিয়ে ঝগড়ার জের ধরে স্কুল শিক্ষককে বাস থেকে ফেলে দেয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন- বাসচালক মো. লিটন ও বাসের সহকারী মোহাম্মদ হোসেন এবং ১৩ বছরের এক কিশোর।
সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত নগরীর বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এলাকায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল বলেন, ‘স্কুল শিক্ষককে বাস থেকে ফেলে দেয়ার খবর পেয়ে আসামিদের গ্রেফতার করতে অভিযানে নামে র্যাব। সোমবার দুপুরে বায়েজিদ এলাকা থেকে এক কিশোরকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে দুই জনকে গ্রেফতার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে হোসেনের ঝগড়া হয় সৌরভের। তখন বাস চালকের সহকারী কিশোর এসে তার শার্টের কলার ধরে ফেলে। হোসেন তাকে কিল-ঘুষি মারতে থাকেন। সবই হয়েছে বাস চালকের জ্ঞাতসারে এবং নির্দেশনায়।
প্রসঙ্গত, গত শনিবার কোতোয়ালি থানার স্টেশন রোডে সিটি সার্ভিসের বাস থেকে ফেলে দেয়া হয় স্কুলশিক্ষক রহমত উল্লাহ সৌরভকে। গুরুতর আহত অবস্থায় পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/এএম