চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী এলাকায় ছাদ থেকে পড়ে আহত হওয়া কার্তিক দত্ত (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ২৯ নভেম্বর সকালে কোতোয়ালীর ফিরিঙ্গি বাজারে ৬ তলা একটি ভবনের ছাদ বাগানের গাছে পানি দেওয়ার সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদিকুর রহমান বলেন, ছাদ থেকে পড়ে পাঁচদিন ধরে এক যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান। পরিবারের লোকজনের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর