অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আল আহাদ ও তার পাঁচ সহযোগী রয়েছে। গ্রেফতার হওয়া বাকি চারজন নারী। বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন নাছিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির বলেন, গ্রেফতারকৃতরা প্রায় রাতেই অনৈতিক কার্যকলাপের আসর বসাতো। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার নারীসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল