বিএনপি নেতা মোয়াজ্জেল হোসেন আলালকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রলীগ। এ সময় তার কুশপুত্তলিকা দাহও করা হয়।
শুক্রবার বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল শেষে উত্তর জেলা ছাত্রলীগ এ ঘোষণা দেয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ সময় আলালকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রাসেল, সীতাকুণ্ড সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেলসহ জেলা উপজেলার নেতারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন