চট্টগ্রামে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নুরুল ইসলাম এবং মাহমুদুল হক লালু। শুক্রবার রাতে জেলার পটিয়া থানাধীন বাইপাস রোড এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল বলেন, ‘কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে বাইপাস এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। অভিযানে যাত্রীবাহী একটি বাসকে থামার সংকেত দিলে প্লাস্ট্রিকের বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে দুই ব্যক্তি। এসময় দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা বস্তা থেকে ১ লাখ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম