চট্টগ্রাম নগরীতে কার্যকর হয়েছে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া। পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা এ সুবিধা গ্রহণ করছেন। শনিবার সকাল থেকে নগরীর গণপরিবহণে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া গ্রহণ করা হচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, শনিবার থেকে নগরীতে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা হাফ ভাড়া গ্রহণ করা হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আমাদের শর্তগুলো সবাইকে মেনে চলার। গণপরিবহনে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম নগরে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়ার ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর হবে। সরকারি, সাপ্তাহিক ছুটি ও শিক্ষার্থীদের মৌসুমী ছুটির সময় হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধুমাত্র চট্টগ্রাম নগরের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
বিডি প্রতিদিন/এএম