পলিস্টার সুতা ঘোষণা দিয়ে কেমিক্যাল আমদানি করায় একটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
গত ৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা খালাসকালে চালানটি জব্দ করে। পরে জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে লক করে দেয়া হয়।
এআইআর শাখার এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করা হয়। নমুনা সংগ্রহের পর কন্টেইনারটিতে নতুন সিল লাগিয়ে দেওয়া হয়েছে। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ চালানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, ময়মনসিংহের পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে বন্ড সুবিধায় চালানটি আনা হয়। আমদানিকারকের ঘোষণা ছিল ১০০ শতাংশ পলিস্টার ইয়ার্ন। চালানের নিট ওজন ২৫ টন। চালানটি খালাসের জন্য আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের আগ্রাবাদের রাসেল গার্মেন্টস কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে গত ৬ ডিসেম্বর। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে এআইআর শাখা তা জব্দ করে। সিঅ্যান্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে কনটেইনারটি কিপ ডাউন করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। যাতে ২৪৭ বস্তা কেমিক্যাল জাতীয় পণ্য পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন