চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে নগরের অক্সিজেন রেলক্রসিং এলাকা এবং ফটিকছড়িতে কাজির হাটে এ দুর্ঘটনা ঘটে। দুইজনই মোটরসাইকেল আরোহী।
জানা যায়, গত রবিবার রাত ১০টার দিকে ফটিকছড়ির কাজিরহাট বাজারের দক্ষিণে বাইপাস রাস্তার মাথা এলাকায় জিপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন জন ইয়াছিন, রাজ্জাক ও মজিদ গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় ইয়াসিনকে চমেক হাসপাতালে আনা হয়। সকালে হাসপাতালে তিনি মারা যান। ইয়াছিন ভুজপুর ইউনিয়নের পশ্চিম ভুজপুর মাওলানা জালাল উদ্দিনের বাড়ির বাসিন্দা মো. মাহফুজের ছেলে।
ভুজপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, গত রবিবার জিপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন মোটরসাইকেল আরোহী আহত হয়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে সকালে একজনের মৃত্যু হয়।
এদিকে, গত রবিবার রাতে নগরের অক্সিজেন রেলক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এনায়েত উল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এসময় একজন গুরুতর আহত হন। নিহত এনায়েত উল্লাহ হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকার নাজিম উদ্দীনের ছেলে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, অক্সিজেন এলাকায় একটি মোটরসাইকেলকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান চালক এবং আহত হন আরোহী। আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম